সিক্ত প্রান্তর আজ চিত্রাঙ্কিত গাঢ় নীলে,
সেখানেই তোমার স্থিতি, চিত্রপত্রী।
বসন্তের অন্তিমেই তোমার প্রাদুর্ভাব
তোমার এই চমকপ্রদ ,পরাক্রান্ত রূপে
পরাভব হই অহর্নিশি।
তুমিই যে এই বিজন মাঠের উদ্ভাস;
অষ্টপ্রহরের মনোহারিতা।
মনোহারিনী তুমি সদা চঞ্চল;
এপাশ ওপাশ দিয়ে বয়ে চল ঊর্মির ন্যায়।
কচি ঘাসের উপর তোমার রূপ
সেই আরক্তিম নববধূ।
নিশির বুকে বিধুর মতো তোমার আলো
প্রান্তরে প্রান্তরে দ্বীপ্তমান।
শত শত পতঙ্গ ছুটে দিগন্তে সেই আলোর খোঁজে,
তাদের দলেরই আমি একজন ।
বহু যুগ ধরে এই পৃথিবীর 'পরে ছুটে চলেছি
শুধু তোমার প্রীতির লোভে ,
আজ মনে হয় --
যেন কাছে পেয়েছি অতি লালায়িত অলকার ধন।