চিত্র
ঢের চিত্র এঁকে ফেললাম
ছোট্ট এই জীবনে ----
এবার মুছতে হবে ,
এরা আমায় গুমরে গুমরে কাঁদায় ;
মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়।
জাগতিক কর্ম
আঘাত হেনেছে এই দেহে
কিছু জাগতিক কর্ম
যা আমার চক্ষুশূল।
সুজন
সুজনের বৈঠকে
আমি এক নিরিহ ব্যক্তি ,
কুজনের দ্বারে
আমি সুজন রূপী ।
নিস্তেজ
নিস্তেজের দিনে
একাকিত্ব গ্ৰাস করে
ধীরে ধীরে ।
অন্ধত্ব
অন্ধ দাঁড়কাকের ন্যায়
হওয়া ভালো
সময়ের বিচরণ
চোখে লাগে না ।