নিশ্চুপ হয়ে থাকি ----
সারাদিন নিশ্চুপ হয়ে থাকি
নিস্তব্ধ হয়ে ভাবি, এক গভীর বাস্তবতার কথা,
ছুটে আসা কোনো কোনো প্রাণীর গল্পকথা ,
আবার, কখনো কারোর পুনরায় মুখ ফিরিয়ে নেওয়াকে।
অনিমেষ দৃষ্টিতে প্রত্যক্ষ করি পৃথিবীর বদলে যাওয়াকে ,
কেমনি আগুনের লেলিহান শিখার মতো
দ্বীপ্ত ভাবে জ্বলছে রূপ বদলানোর ধারা,
আর তা আদি অন্ত চলতে থাকবে ।
মুহূর্তের মধ্যে সবকিছু ছিন্ন করে;
সকল মায়া কাটিয়ে;
অন্য এক আলোর সন্ধানে ছুটে যেতে দেখেছি
আজকের এই অকৃতজ্ঞ পৃথিবীটাকে।
আর তখনি নিজে নিজে এক গভীর উপলব্ধি করে ফেলি ---
ধীরে ধীরে পৃথিবীর সাথে পাল্লা দিয়ে একদিন হয়তো আমিও বদলে যাবো ঠিক পৃথিবীরই মতো ।