"স্মৃতির ঘাট"
শান্ত, স্নিগ্ধ নির্জন সেই পুকুর ঘাটে,
দাঁড়িয়ে আছি শৈশবের স্মৃতির পটে।
কত খেলাই না খেলেছি এই জলে,
ধরেছি কত মাছ বাবুদের অন্তরালে ।
বাবলার সেই ডাল আজ দুলিয়ে মাথা,
মনে করালো ঝাঁপ দেওয়ার কতইনা কথা।
কেমন করে উঠিতাম দলবেঁধে চুপিসারে,
ঝপাৎ শব্দে মা আসিত লাঠি হাতে তেড়ে।
পানকৌড়ির ন্যায় জলের তলায় সাঁতার দিয়ে,
মাছের পরিবর্তে উঠেছি মাথায় কাদা নিয়ে।
পিচ্ছিল কাদায় বন্ধুরাই ধরেছিল হাত কত ,
একাকী জীবনের হড়কানি তে হড়কেছি শত।
সুন্দর সে সব মুহূর্ত কবে গেছে চলিয়া।
একাকী পারে দাঁড়ালে হৃদয় ওঠে দুলিয়া।।