"স্বপ্ন"

সেদিন! যে দিন তুমি আসবে ফিরে
হাটবো দুজনে আবার হাত ধরে।
ওই যে  ভোরের শিশির ভেজা ঘাসে
আঙুলের মৃদু স্পর্শে চলবে আমার পাশে।

পরতে বলি যদি হলুদ- নীল পাড় শাড়ি
মুখ করবেনা বলো আগের মত ভারি ।
উঁচিয়ে ধরবে শাড়ি গোড়ালির উপর।
শিশির জানবেও না নীল পাড়ের খবর।

নূপুরের শব্দে উড়বে রঙিন প্রজাপতি,
সুগন্ধি ফুল করাবে মনে ফেলে আসা স্মৃতি ।
গোলাপের পাপড়ি ভেজা শিশিরের জল,
তোমার ঠোঁটে লাগাই মন করিব উত্তাল ।

শরীর শক্ত করিয়া বন্ধ করিও চোখ,
শিশির শিক্ত ঠোঁটে রাখিবো আমার ঠোঁট।
ধড়-পড়িয়া ঘুম ভাঙিয়ে উঠিলাম বসে,
দেখি ঠোঁট ভিজেছে আঁখির নোনা রসে।

সুন্দর স্মৃতি বারবার স্বপ্নে আসে ফিরে।
অবুঝ আঁখির ধারা সে জায়গা পূরণ করে।।