💔প্রেমের অবক্ষয়💔
*"হে ভগবান প্রেম ও ভালোবাসা বর্তমানে কি একই অবস্থানে বিরাজমান" ?
না, প্রেমের অবক্ষয়ের আর এক নাম ভালোবাসা।
ইংরেজিতে যা- I Love You ,যা ডিকশনারির একটা শব্দ হয়ে দাঁড়িয়েছে। আমাদের সময় ভালোবাসার চেয়ে প্রেমের অস্তিত্বই ছিল বিশাল। প্রেম ছিল এক বটবৃক্ষ। যার স্নিগ্ধছায়ায় প্রেমের বীজ হত অঙ্কুরিত,পুলকিত আনন্দিত ,ও সম্মানিত।
তখন বাশির সুর, বাউলের গান, দক্ষিণা হাওয়া,প্রজাপতির পাখায়, ফুলের গন্ধে, প্রেমের বার্তা বহন করত।
তখন প্রেম ছিল নীরব। প্রেমিক-প্রেমিকা নীরবতার গভীর ভাষা বুঝে যেত একে অপরের নিস্পলক চোখে।
কিন্তু আজ কালের নির্মম থাবাও পরেছে প্রেমের উপর।
আর কালের নিয়মে সেটাই হয়তো স্বাভাবিক। আজ শুরুতে সবাই প্রেম তো করে, কিন্তু একটা সময় পর সেটা ভালোবাসাই রূপান্তরিত হয়ে যায়।
তখন নীরবতার চেয়ে মুখের শব্দের প্রাধান্যই বেশি,চিৎকার করে জানানো হয় ভালোবাসি- ভালোবাসি।
আসল কথা কি জানো?
" ভালোবাসা" ঠিক যতটাই মায়া দ্বারা আবৃত,
তার চেয়ে অধিক গুনে "প্রেম" ত্যাগ দ্বারা সমৃদ্ধ।।
সংক্ষিপ্ত
পুরোটাই মনগড়া 😁,