না, পারলাম না আজও ভুলতে তোমারে,
স্মৃতিপটে ফিরে আসো বারবার মনের দুয়ারে।
কত হাসি মজাইনা ছিলাম দুজনে,
রাত-রাত জেগে ছিলাম অনলাইনে গোপনে ।
ভালোবেসে ডাকতে আমায় যে নাম ধরে,
সে নামটা শোনার জন্য কান এখনো অপেক্ষা করে।
ফেলে আসা স্মৃতি কেন আজও আঁকড়ে ধরে বারবার
দুই নয়নের জলে মুক্ত করেছি তাদের শতবার।
অন্যের হাত ধরে দিয়েছিলে কত গালাগালি,
এ মনের কথা নয় জানি তুমি বরই অভিমানী ।
সেই ছেলেটাও বলেছিল মানুষের বাচ্চা যদি হও,
এত অপমানের পরেও বাঁচিয়া কেমনে রও।
চেষ্টা করো ওর থেকে পাবে অনেক ভালো "মাল"।
পায়ের নিচের মাটি সেদিন হয়েছিল বেসামাল ।
তার একথা শুনে স্তম্ভিত হয়েছিলাম সেদিন,
এরই জন্য কী ঘৃণার পাত্র তোমার কাছে চিরদিন??