"নোংরা নারী"
(সম্পূর্ণভাবে প্রাপ্ত বয়স্কদের জন্য )
আজ বলব ওই সব মানুষগুলোর কথা ,
যারা হাসিমুখে সেজেগুজে -
দাঁড়িয়ে আছে অন্ধ গলির মোড়ে
হয়ত বুকে নিয়ে অজস্র ব্যথা।
প্রকাশ্যে বাবুদের যেখানে যেতেই লাগে লজ্জা,
তাই পৌষ্য গুলোকে টাকা খাইয়ে
নীরব রাতের অন্ধকারে গাড়ি ছুটিয়ে
বন্ধ হোটেলে করেন বাবু ফুলশয্যা।
তারপর আসে এক ঝাঁক ক্ষুদার্থ শেয়াল,
তাজা মাংসের গন্ধ যখন আত্মহারা !
দুঃসংবাদ বলে সে যে বাবুর ঘরের উজ্জ্বল তারা,
মলিন হয়ে ফিরে এলে নিও তার অনেক খেয়াল।
রাগে ঝাঁপিয়ে পড়ে গতকালের ফেলে আসা মাংসে
শুরু হয় হাড়ের গা থেকে আবারও মাংস ছেড়া ।
নীরবতার গভীর বার্তা জমা হয় দু-চোখের কোনে।
তবুওযে খিদেই মেটে না শিয়াল টার কোন অংশে।
ভদ্র সমাজ কে আগলে আছে নোংরা সমাজের অদৃশ্য এক বেড়াজাল ,
আন্তরিক ভাবে শ্রদ্ধা সেইসব মা-বোনদের প্রতি-
যাদের জন্য সুরক্ষিত আমার- আপনার ঘরের সম্মানের বাতি।
ভগবানই জানেন কোন সুতোয় গাঁথা এই দুই সমাজের মায়াজাল।