মৃত্যু বলে-আর কি হবে রে বেচে ,
সে কখনোই আসবেনা তোর খোঁজে।
জীবন বলে- আসে যদি সে ফিরে ,
তখন তাকে কে জায়গা দেবে তার মনের ঘরে।
তুই যে ছোট জাতি, গরিব বেকার,
সে ভাববেও না তুই গেলে ওপার।
না, মৃত্যু কখনোই না তুমি বলছো ভুল,
সে যে সুন্দর নিষ্পাপ মনের ফুল।
নিষ্পাপই যদি ছিল সে।
কেমনে পারিল তোকে ছাড়িতে ?
আমি যে কখনো তাকে ধরিয়া রাখি নাই
বলিতে পারিনি আমার মাঝে তার দেখা পাই।
তবে কাদিস কেন ? চল আমার সাথে,
জানিনা মৃত্যু হয়তো এই ছিল আমার খাতে।
ও তাই বুঝি এসেছিল প্রথম ভুলের পরে ,
বুঝেছিল ব্যাকুলতা মিটবে তোর দ্বারে ।
জানিনা মৃত্যু তুমি যাও আজ চলে।
কেমন করে যায় তারে একবার না বলে।
ঠিক আছে যাচ্ছি কিন্তু আসবো আবার,
মনে রেখো খালি হাতে ফিরব না সেবার।