"শেষ দেখা"
দেখতে দেখতে হয়ে গেলো একটি বছর পার !
নিশীথরাতে বুকের মাঝে এখনও করে হাহাকার।
আজিই তো দাঁড়িয়েছিলাম সেই অশ্বত্থের তলায়-
একাকী তোমার অপেক্ষায় শান্ত গোধূলি বেলায়।
সত্যি দেখিনি কখন এসে দাঁড়িয়ে ছিলে পাশে-
হৃদস্পন্দনের ছটফটানি তে বুঝেছিলাম তুমি এসেছ কাছে।
তখনও তো বুঝিনি এই দেখাই হবে "শেষ দেখা" ।
হারিয়ে যাবে তুমি আমায় ফেলে একা ।
অনেক কিছু বলার ছিল পারিনি সেদিনও বলতে,
তাইতো পারলাম না কোনদিন তোর হাত ধরে চলতে।
স্মৃতি হয়ে এখনো রোজ আসিস আমার কাছে-
নিরবে গল্প করি যদি শুনে ফেলে কেউ পাছে ।
অতীত কেন বারবার ফিরে আসে বর্তমানের মাঝে ?
জানি এ বিরহের কষ্ট শুধুই আমার মনের সাঝে।
ভালো থাকিস জীবনের একমাত্র তুই বন্ধু আমার ,
কথা দিচ্ছি অতীতের স্মৃতি গৃহে পৌঁছবে না তোমার।।