১৮২০ সালের সেই ২৬এ সেপ্টেম্বর
ধরিত্রীতে আবির্ভূত বাগদেবীর শ্রেষ্ঠ অবতার।
বীরসিংহ গ্রামের সেই সিংহ পুত্র
দিয়েছিল জীবন গঠনের আসল সূত্র।
ধন্য জননী তোমার মুছিয়েছে কত করুন কাতর,
তারই আদর্শে হয়েছ তুমি "বিদ্যাসাগর"।
সমাজের মাঝে দিতে বিধবাদের সম্মান,
পুত্র নারায়ন চন্দ্রের ছিল মুখ্য অবদান ।
সমাজ গঠনে নারী শিক্ষার অগ্রাধিকার
বুঝিয়েছিলে ঠিক কতটা দরকার।
বাংলা ভাষার তুমি ছিলে রূপকার ,
তুমিই ব্যাকরণের এর শ্রেষ্ঠ জাদুকর।
বর্ণপরিচয়, কথামালার আড়ালে,
নব প্রতিমা তোমার ঘরে ঘরে গড়ালে।
বাংলার নবজাগরণের তুমিই প্রথম অধ্যায়,
তাইতো পূজি তোমারে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।।