❤গুরু জন্ম জয়ন্তী ❤
(শীর্ষেন্দু বৈরাগী )
হে প্রভু" মোর কেন আসিয়াছিলে এত আগে -
তোমারি চিন্তায় আমার যে সমস্ত রাত জাগে ।
আমি অধম এতদিন পরে হেথায়-
কূল-কিনারা না পাই এখন যায় কোথায় ?
না আছো তুমি স-শরীরে, না কোনো ভালো "গুরু"
কি করি কি করি ভাবিয়া বুক করে দুরু দুরু।
শত- শত মানুষের পাণে থাকি শুধু চেয়ে,
তৃষ্ণার্থ চোখের পিপাসা মেটেয় না তোমায় না পেয়ে।
মনে ভাবি তোমার কাজেই পাবো তোমায় খুঁজি
দরিদ্র মানব-সেবায় তাই আজও তোমায় পুঁজি ।
শুধু তোমার আশীর্বাদ সর্বদা থাকে যেন প্রভু।
তবে তোমার দেখানো পথে আর ভুল হবে না কভু।