২১/১১/🎂💐🐒🐒

ঠিক জানিনা কবে হইলাম আমি এত পর ?
জন্মদিনের সম্বর্ধনায় ঘুরতে হবে দুয়ারে দুয়ার।

যার শুভেচ্ছাতেই হইত তোমার দিনের প্রকাশ,
তারই জীবনটাকে ঘিরেছে আজ অন্ধকারের আকাশ।

রুদ্ধ ফেসবুকে চেষ্টা করিয়া শতবার,
বেকুল মন বন্ধ নাম্বারেও চেষ্টা করে অনিবার।

অবশেষে নির্লজ্জ্বের মত ধরিয়া বন্ধুত্বের হাত,
অনুরোধে জানায় পৌঁছে দিও দু-লাইনের খাত।

"শুভ জন্মদিন শতবার আসুক জীবনে দিনটি তোমার "
এই ছোট্ট লাইনটি কেউ পৌঁছে ছিল না অমার।

তাই পূর্বের ন্যায় আসিয়া ভগবানের স্মরণে,
নিজের অজানা অপরাধের ডালি সাজায় ওই রাঙা চরণে।

মা" সমস্ত কষ্টের বোঝা বইতে যেন পারি হাসিমুখে।
বন্ধু আমার সুখে থাকুক অন্যের বুকে।

                                       "ভালো থাকিস,,,--