মা' তোমারই জন্য অপেক্ষা করি সারাটা বছর ধরে,
লাউড-স্পিকারে বলার কি আছে আমি এসেছি দ্বারে।
বাপ বুঝি তোমার ভীষণ কঠোর ঠাই দিলে না ঘরে,
সন্তান নিয়ে তাই দাঁড়িয়ে আছো চৌরাস্তার মোড়ে।
জানি অনেক বিপদ পার করে আসতে হয় বাপের বাড়ি,
তারই জন্য বুঝি মা তুমি এমন অস্ত্রধারী।
তোমার সৃষ্ট জগতে মাগো তোমার কিসের ভয়,
নোংরা সমাজে তোমার কন্যার হবে নিরাপদ আশ্রয়।
পাড়ায় পাড়ায় মন্ডপ তোমার নানান ভাবে গরা,
ঠান্ডা লড়াই বুঝিয়ে দেয় কাদের নজরকাড়া।
কুৎসিত বিচিত্রা অনুষ্ঠানের অর্থের চাঁদা ধরে,
গরিবের উপার্জিত অর্থ ক্লাব কর্তৃপক্ষ নিচ্ছে কেরে।
শত দুঃখ কষ্ট ভুলে তবুও মেতে উঠি এ-কটা দিন,
দশমীর বিদায় ঢাক বাঙালির মন করে মলিন ।
আজগুবি সব প্রশ্ন মাথার মধ্য ঘোরে।
ক্ষমা করে দিও মা পাগল ছেলে মনে করে।