ছেঁড়া নোট
নিজেকে আজও তোমার দামি ভ্যানিটি ব্যাগের এক কোণে পড়ে থাকা ময়লা নুইয়ে পরা ছেঁড়া নোটের মত লাগে।
যার মূল্য থেকেও নেই, হয়তো আজ এটা তোমার ব্যাগের একটা বিশাল বোঝা। যা যায় না সবার সামনে বার করা, না যায় ফেলে দেয়া , অবার মলীনতার ভয়ে যায় না নতুন চকচকে নোটের সাথেও রাখা।
যাকে কোনরকম একবার চালিয়ে দিতে পারলে জানি তোমার শান্তি ।
কিন্তু এই ময়লা নোট টাও তো একদিন তোমার ব্যাগের শোভা বারিয়েছিল কিন্তু আজ সময়ের পরিবর্তনে শত আঘাতে তার এই পরিস্থিতি।
নতুন নোটের খেয়াল রাখতে রাখতে পুরানো নোট টা তাই আজ ব্যাগের এক কোনে দারিয়ে তোমার সুখে নিজের ব্যর্থতার প্রতিচ্ছবি খুঁজে বেড়ায় ।
তবে হয়ত এই পরিবর্তন শীল সময়ে জীবনের কোন এক মুহূর্তে ওই ছেঁড়া নোট টায় তোমার সবচেয়ে বেশি কাজে লাগবে । সেদিন তাকে দুই আঙ্গুলের চিমটে দিয়ে সবার আড়ালে বার করো।
সেদিন তোমাকে ঘোর দুশ্চিন্তা হাত থেকে মুক্ত করতে পেরে সেও তোমার প্রতি জমে থাকা অভিমান ভুলে, হাসিমুখে নিশ্চিন্তে হারিয়ে যেতে পারবে এই জনসমুদ্রে অন্য কারো ছেঁড়া নোটের বোঝা হয়ে ।