কালো রং
বিষাদের এই গভীর কালো রঙে।
ওগো তুমি আমায় কেন রাঙালে ?
ভয়ে খেলতে চাইনি এতদিন যে খেলা।
জোর করে আমায় তুমি নামালে।

তবুও তোমার ওই মিষ্টি হাসির জন্য ,
গভীর কালো রঙেও হয়েছিলাম ধন্য।
খেলা শেষে গোধূলি কে  যখন করতে চাইলে বরণ
রঙ লুকাতে করলে আমার চোখের জলের সরন।

কেন - কেন তবে লাগালে না একটু আবির ,
দিনশেষে তোমার হাতে, আমার মনে
দাগ হতো না তো গভীর ।
কি রং লাগিয়েছ দেখো ওই দুই হাতে ,
যা ধুতে আমার চোখে জল ঝরে প্রতি রাতে ।


(রং খেলার অনেক অনেক শুভেচ্ছা।🐒🐒 )