গাহি সাম্যের গান সুর মাধুর্য ভেঙে,
স্বর্গীয় অনুভূতি ভালোবাসা মানুষের জীবনে।
পৃথিবীটা আজ এত সুন্দর প্রেমের কারণে,
ইশ্বর সকলের ভালোবাসা সাজিয়েছেন বিভিন্ন রঙে।
অন্তরঙ্গতা হলো কিছু আত্মকথা,
ভাল-মন্দ লাগা কিংবা দুঃখ ব্যথা।
হৃদয়ের অনুরাগ ভাসে মুক্ত ভেলায়,
পালতোলা সাম্পানে উজান বেলায়।
এ ইচ্ছার নাই কূল প্রান্তর- নাই তল,
প্রকৃতির সব জীবের ভালোবাসা নহে সমতল।
এ আবেগ-প্রবণতা তো জীবন্ত সজীব,
অন্তরে ভয় বাঁধা জ্বলন্ত প্রদীপ।
অনুরাগ হতে আমর বিলিয়ে দিতে যা সুন্দর,
অসুস্থ হৃদয় শান্ত করতে অন্তরের ব্যথা করতে দূর।
ভক্তি-শ্রদ্ধা এক অম্লান আশা অনন্ত অক্ষয় যার ভাষা।  
যা কিছু সুন্দর অন্তরের পাবার আশা।
ভালোবাসার রঙ হলো অকৃত্রিম শ্রদ্ধা,
পবিত্র অাত্মা অসীমের মাঝে সুশৃঙ্খল সত্ত্বা।
মানুষের মঙ্গল কামনা হবে স্বার্থ ত্যাগী,
হৃদয়ের ধ্বনি যার ব্যাপ্তি হোক অনন্ত কাহিনী।
প্রেম মুক্ত মনে থাকে না দ্বিধায় কোন অন্ত প্রাণে,
ভালোবাসা আসে মহৎ জানান দিতে স্বর্গ হতে।