রুদ্র গগন উষ্ণ পবন,
বৈশাখে আজ অতিষ্ঠ জীবন।
পৃথিবীর বুকে ধরেছে ফাটল,
শুঁকিয়েছে পুকুর নদী খাল।
শহর গ্রাম বাংলা হয়েছে ধুলোর নগরী,
তীব্র তাপদাহে ক্লান্ত পথিক আহত প্রহরী।
আকাশের মুখ ঢাকা ধবল মেঘের আড়ে,
সময় চলে যায় অসহ্য তাপদাহ বাড়ে।
ওগো আমাদের রব,
তুমি মোদের সব।
আমার এ আকুতি,
তাপদাহ থেকে দাও নিষ্কৃতি।
পুড়ছে জনপদ জ্বলছে প্রকৃতি,
জীবন চলায় আজ স্তব্ধ গতি।
ঝিমিয়ে গেছে রবি শস্য বৃক্ষ লতা,
বাতাসে বেড়েছে তাপের অসীমতা।
পশু পাখি কীটপতঙ্গরা হয়েছে বধির,
জন মানব আজ মহা ক্লান্ত অস্থির।
দাওগো স্রষ্টা বৃষ্টি, ব্যথিত সব সৃষ্টি,
তুমি রহমান দাওগো মোদের রহমতের দৃষ্টি।।