বাইশ বছর ধরে গড়েছো তাজমহল,
পৃথিবীতে তাই বুঝি প্রেমই বিরল।
বাদশা তুমি গড়েছো মহল অট্টালিকা মন,
তাজমহল ভালোবাসার এক অপূর্ব নিদর্শন।
একটা তাজমহল করিয়া নির্মাণ,
দুনিয়ার সব প্রেমিকদের করেছো অপমান।
ভালোবাসার বিনিময় আজ কিছুই পায় না,
অপবাদ-ঘৃনা গুণজন নাই কোন সান্ত্বনা।
ভালোবাসা আছে অন্তরে বুঝাবে কিসে,
নিদর্শন রেখে গেছো মাটির সাথে মিশে।
সকলে জানে আমাদের গর্বের আগরার তাজমহল,
বিশ্বের সপ্তম আশ্চর্যের দিক বলে এখনও মানবের টহল।
আগরার তাজমহল তৈরি অনেক শিল্পির নয়নের জলে,
সম্রাট শাহজাহান স্মৃতির অপূর্ব সৌধটি বানিয়েছিলে।
স্মৃতিতে প্রেমের প্রদীপখানি জ্বালিয়ে রেখেছো শাহজাহান,
পৃথিবীর এক আশ্চর্য তুমি সকলের হৃদয়কে কর আহ্বান।
স্মৃতিরক্ষায় মমতাজ তোমার অন্তরে গাঁথা ছিল,
চতুর্দশ সন্তান প্রসবে অকালে তাঁর মৃত্যু হয়েছিল।
সম্রাট শাহজাহান রাখতে ভালোবাসার মান,
প্রেমের গন্ধমাখা গড়েছো স্থাপত্য জোড়া আসমান।
ইতিহাসের পাতায় চিরস্মরণীয় রাখতে তোমার নাম,
কেড়ে নিয়েছো নির্মাণ কর্মী-ডিজাইনারের প্রাণ।