জীবনের সুখ দুঃখের নীড়ে,
হেরেছি কতো মানুষের ভীড়ে।
পেলাম শুধু নীল যন্ত্রণা,
সুখের কাঙাল, সন্নাসী আর হবো না।
অবাক করা এই পৃথিবীতে,
চলেছি কতো রীতি-নীতিতে।
সুখ দুঃখ গড়িয়েছে যে জন,
ভাবছে দেখি তার মন।
সুখে ডাকি না মোটে,
দুঃখ এলে ডাকি বারে বারে।
সুখ বলে সাত তলা বাড়ীতে রেখো না আমার মন,
পূর্ণ কুটির হলেও গড়িয়া লইবে আমার স্থান।
দুঃখ ছাড়ি না কাহাকেও মানিও সুখির কাছে কিছু,
কি দিতে পারি আমার অনেক কাজ রহিয়াছে পিছু।
সুখের জন্য যদি তুমি ভাব দুঃখ বাড়িবে আরও,
সব চেয়ে ভাল তব নিচু হয়ে করিবে শুকুর।
এই দুনিয়াতে লোকে দুঃখ দিয়ে খুশি,
আমি শুধু দুঃখ পেয়েই হাসি।
জীবনে সুখ দুঃখ হয় আপেক্ষিক,
তাই উদাসীনতাই সঠিক।
কারো দুঃখের হয় নিবারণ,
কারো আবার সুখের দিচ্ছে বিসর্জন।
তকদিরে বলে দেয় কারও উল্থান,
কারও ভাগ্যে বয়ে আনে পতন।