ধর্মে বলে যাহা সত্য তাহাই বলিবে,
যদিও লোকের কাছে তিক্ত হইবে।
সত্যের জয় হবে মিথ্যের তো নয়,
তবু সবাই হাসি মুখে মিথ্যে কথা কয়।
ক্ষমতার নিষ্ঠুর প্রয়োগে সত্য পরেছে চাপা,
সততাই আজ বের করেছে মিথ্যার হোতা।
মিথ্যার বলে মানুষ গায় পড়ে শত্রুতা করে,
মিথ্যাই ধ্বংস করেছে সমাজের সভ্যতাকে।
নয় কোন দ্বন্দ্ব নয় সংঘাত কিবা কথা বিনিময়,
অহেতুক কথা বলে কাল হয় থাকে স্মৃতির পাতায়।
মিথ্যাচারের হয়ে জয়কার ভনিতার গুরুভার,
সত্য সুন্দর পথটি সদা সযত্নে করে পরিহার।
মিথ্যেতেই সব আছে মাতি মিথ্যেই সবার বেশ,
মিথ্যায় ডেকে আনবে সকলের সর্বনাশ।
মিথ্যেতেই সব হচ্ছে ধ্বংস,
সমাজ থেকে আজ সত্য হচ্ছে নিঃশেষ।
ভালবাসাও আজ মিথ্যে বলে মিথ্যে ভালবাসি,
মিথ্যে প্রেমে ব্যর্থ হয়ে আমিও মিথ্যে হাসি।
মিথ্যা বরাবরই ভীতু শক্তিশালী নয়,
নপুংসক মানুষের দ্বারাই পরিচালিত হয়।
সত্যের আদলে মিথ্যা দাঁড়ায় শূন্যে করি ভর,
মিথ্যা কখনো পারে না টিকতে সত্যের উপর।
সত্য-মিথ্যা দ্বন্দ্ব চিরকালই আছে,
মিথ্যা পরাজিত হয় সত্যের কাছে।