ষড়যন্ত্র-চক্রান্তের গন্ধ আর ক্ষমতা লোভে,
মাতোয়ারা হয়ে মানুষ আজ মিথ্যে প্রলোভনে।
জীবনের আদর্শ সব বিসর্জন দিয়ে,
ভুলে গেছে আজ মাথার উপর ছায়ার মত পিতাকে।
ক্ষমতার নোংরা-জঘন্য দাপট আর টাকার নেশায়,
নিহীত ষড়যন্ত্রের মিথ্যা মিটিং ও গোপন সেটিংয়ে।
লিপ্ত থাকে প্রকাশ্যে-গোপনে প্রতিক্ষনে,
মঙ্গল হবে না কারও ক্ষতি সাধন করিলে।
চক্রান্তকারীর পক্ষে নয় বিপক্ষে অবস্থান নিন,
কুচক্রী মহল চিহ্নিত হবে সার্বজনীন।
এদের নেতৃত্ব হয় না কখন স্থায়িত্ব,
যতই করুক সমাজে কর্তৃত্ব।
দেখাতে চায় অনেক বাহাদুরি,
নেই কোন মূল্যবোধ সবই করে ছলছাতুরি।
ঐ পথে আর যেও না, ষড়যন্ত্র করো না,
মিথ্যের সুতোয় ষড়যন্ত্রের জাল আর বুনোনা।
ধ্বংস করে দিওনা নিষ্পাপ লোকের স্বপ্নকে,
বেরিয়ে আসতে দাও তোমাদের স্বপ্ন দ্রষ্টাকে।
উদয়ের সূর্য হতে পারে ভোরে পতন,
লুটায় যেতে পারে এ ধরায় বিজয় কেতন।
স্বার্থের কারণে ষড়যন্ত্র যিনি করে,
ধ্বংসের প্রভাব পড়ে সবার উপরে।
মানবতা জেগে উঠুক সবার অন্তরে,
বিপদে ফেল না কাউকে ষড়যন্ত্র করে।
দুষ্কৃতী ষড়যন্ত্রে মেতে থাকে বিভিন্ন খুপড়িতে,
ঐ সরণীতে আর যেওনা, হতে পারি বন্ধু সকলে।
হৃদয়ে প্রশ্ন জাগে ঘুমন্ত মনুষ্যত্ব কখন জাগবে?
ষড়যন্ত্রের মূল হোতারা তাদের স্বার্থ নিয়ে নাহি ভাগবে।
ষড়যন্ত্র চিরকালই এ ধরাধমে থাকবে,
তবু মনুষ্যত্ববাদিরা কভু নাহি থামবে।
উদভাষিত হতে দাও চির সত্যকে,
ঘুরে দাঁড়াতে দাও স্বপ্নবাহু সেই পুরুষকে।
রচনার তারিখঃ ২২/০২/২০১৮