শোকাবহ মাসের প্রথম ক্ষণে,
তোমার অবদানের কথাই মনে পড়ে।
তুমি শুধু উন্নয়নের সপ্ন দেখেছো,
স্বাধীনবাংলা উপহার দিয়েছো।
তোমায় নিয়ে বাঙালি জাতির ছিল যে আশা,
বর্বর জাতি করে দিয়েছে তা নিরাশা।
সেই দিনগুলি ছিল প্রতিবন্ধী,
রাতগুলো ছিল মুখ ফেরানো প্রতিদ্বন্দ্বী।
তোমার যাবার মধ্যে কিছু দ্বন্দ্ব আছে,
ব্যর্থ-সফল গন্ধ আছে।
তোমার যাওয়ায় তুফান ওঠেনি,
নিম্নচাপে সিডর নামেনি,
নির্ঝরিণীতে প্রবল বান ডাকেনি।
তোমার যাবার পথের পাশে,
তুমুল কোন সর্বনাশে,
তোমার যাবার পথ জুড়ে,
দিবা রাতি যায়নি থেমে।
হয়তো সবার কক্ষবাঁকে-
শুক্লপক্ষ-কৃষ্ণপক্ষ লেখাই থাকে,
ভক্ত সৈনিকের অশ্রুরেখা কী বদলাবে!
আজও জাতির অশ্রু ঝড়ে,
সারাজীবন বেঁচে থাকবে বাঙালির হৃদয় মাঝে।