লোভ-লালসা চোখ উম্মাদ করেছে মন,
কুৎসিত হৃদয় মনুষ্যত্ব দিয়েছে বিসর্জন।
লোভ তার দেহ করেছে গ্রাস,
ভেঙ্গে দিয়েছে সকল বিশ্বাস।

আপন মানুষদের আর আপন মনে হয় না
শত চেষ্টা করেও আপন হতে পারে না।
স্বার্থপর মানুষ না পারে নিজের জন্য কিছু করতে,
না পারে দেশের-দশের জন্য মঙ্গল বয়ে আনতে।

সময় পরিবর্তনে কিছু মানুষ স্বর্থপর হয় যায়,
প্রবাদ বলে মানুষ মাত্রই স্বার্থপর হয়।
মাঝে মাঝে সবাইকে স্বার্থপর মনে হয়।
অর্থ তোমাকে করেছে স্বার্থপর,
আপনতা ছিন্ন করে হয়েছে পর।
স্বর্থপর হয় তার আসল পরিচয়,
অনিশ্চয়তার জীবন শুধুই তার হয়।
জীবনের নিয়ন্ত্রণ হারানোর ভয়,
লক্ষ্য থেকে বিচ্যুতি হবে বলেই তার মনে হয়।
নিজের কথাই বলতে চায়,
অপরের কর্মটুকু কটু দৃষ্টিতে দেখে যায়।

স্বার্থপর খুব আবেগ প্রবন হয়,
সকলের মধ্যমনি হতে চায়।
অন্যকে কোন সুযোগ নাহি দেয়,
তার কাছ থেকে অসহযোগিতাই পাওয়া যায়।
স্বার্থপরতাকে ধিক্কার জানাই মনে প্রাণে,
অশুভকে হৃদয় থেকে ফেলে দেই টেনে।
এই ধরণীতে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব,
মানবের মাঝেই বিরাজমান ভালো-খারাপ দিক।
ভালো কাজ না করিলে স্বার্থপর উপাধি দেবে,
সকলের ভালো করতে হবে পরকালের কথা ভেবে।
ভালো থাকার অংশটাই যেন হয় সবার,
সকল কিছুই মানুষের মনের ব্যাপার।


                                         ১৬/০৭/২০১৭