রমজানের শেষ দশকে বেজোড় কোন এক রাতে,
সময় থাকিতে ক্বদর রাত্রি খুঁজে নাও তুমি তাতে।
শেষ দশ দিনের বেজোড় রজনীই ক্বদরের রাত,
পাবে নাজাত এ রাতে প্রাণ খুলে করলে ইবাদত।
পাপি তাপি অসহায় মিলে তুলেছি দু'হাত,
আজি সবে ক্বদরের সেই মহিমান্বিত রাত।
হাজার মাসের চেয়েও উত্তম পবিত্র এ রজনী,
চাইলে ক্ষমা অধম নাফারমান কাউকে ফিরাওনী।
জানাই ছালাম দো-জাহানের সরদার নবীর রওজায়,
মহান আল্লাহ্ মোদের ক্ষমা না করলে যাব কোথায়!
কাঁদিয়া কাঁদিয়া ডাকছি তোমায় বিশ্ব মুসলমান,
গোস্বা তুমি করনা প্রভূ ভেঙে ফেল সকল অভিমান।
দয়ার নজরে তাকাও আল্লাহ্ দেখ অশ্রু ঝড়ে অবিরল,
মহান রাতের নিবেদন মাফ না করলে যাবে যে বিফল।
সাড়া দাও ডাকে অন্তর্যামী কবুল কর যাহা চাই,
তুমি ছাড়া এ ধরাতে ক্ষমা করার যে কেহ নাই।
রোগ শোক বালা মসিবত দিয়েছো যাদের উপরে,
আজি হতে খাঁটি রহমত নাজিল কর তাদের তরে।
সকলকে ভালোবাস রহম কর বারে বারে ক্ষমা চাই,
দয়াময় স্রষ্টা ফিরিয়ে দিলে কে দেবে মোদের ঠাই।
প্রভূ প্রিয় নবীর উম্মত জাগিছে রাত্রি ভরে,
ফরজ, সুন্নত, নফল নামাজ পড়িছে ধ্যান করে।
রহমত গিয়ে বরকত পেরিয়ে এলে যে মাগফেরাত,
ক্ষমার এ সুযোগ হেলায় হারাওনা হে উম্মতে মুহাম্মদ।।