মানুষ খুব সহজে বদলে যেতে পারে সময়ের প্রয়োজনে,
আদি উন্মাদনা ভুলে গেছেন অনেক দিন আগে।
সমাজকে গ্রাস করেছে সভ্যতার অসভ্য লাল-নীল বাতি দিয়ে,
সমাজ আজ বন্দী দূষ্কৃতিদের হাতে।
লুটেরা আমাদের ভূমি জবরদখল করে রেখেছে অযথা,
কত সহজে নিলাম হয়ে যায় সমাজ থেকে পবিত্র সভ্যতা।
নিজ স্বার্থের কাছে পবিত্র সভ্যতা বিক্রি হয়ে যায় সস্তা দামে,
বিষাক্ত ছোবল হজম করে বেপরোয়া বাঙালি কত সহজে।
মেলামিন দুধ গলা টিপে হ্ত্যা করে আমাদের নিষ্পাপ প্রাণে,
আমাদের বিবেক হাসতে হাসতে মরে যায় আত্নহত্যা করে।
সভ্যতা আমাদের সুখ দিয়েছে অনেক কিছুতে,
মোবাইলের বোতাম টিপলেই মনের কথাগুলো।
জানালা ভেঙে চলে যায় অন্যের মনের দুয়ারে,
কুৎসিত মনের অভিলাষ লেনদেন চলে দিনরাত।
আমরা খুব সহজে হারিয়ে যাই যৌবনের সমুদ্রে,
সভ্যতা নিমেষেই অসভ্য করে তোলে আমাদের।
চাইনা আমি...........
আমাদের সমাজ বিক্রি হয়ে যাক দালালের হাতে,
মুসলমান দিশেহারা হয়ে চলে যাক বিজাতির কাছে।
আমাদের অবলীলায় চলে কৃষ্ণলিলা মানব জীবনে,
আমাদের ধর্ম গ্রন্থ বিক্রি হোক পর্ণগ্রাফির দোকানে।
শাসনের নামে অবিরাম চলুক শোষণ,
বিচারের নামে ইচ্ছে মত চলুক অবিচার।
আর আমাদের যুবকেরা ঘুমিয়ে থাকুক সারারাত,
চন্দ্রমূখির ঘরে চলুক নাচের আসর।
আর নেশা করে বেসামাল হয়ে চলবে যন্ত্রসভ্যতা।
বদলানো যাবেনা নির্লজ্জ কাউকে-কোন কিছুকে,
শুধু বদলানো যাবে সহজে নিজেকে।
না আপন, না পর, না সমাজ, না সংসার, না আইন, না কানুন,
অবৈধ শোষণ, নির্যাতন, সকল প্রকার দূর্ণীতি নিরবে মানুন।
এটা কেমন বিবেক কেমন সভ্যতা?
সুস্থ বিবেকের কেন আজ নিস্তব্ধতা?