নব দীপ্তি নয়া ভোর,
এল আধুনিক বছর কাটলো প্রহর।
অতীতের হলো মরণ,
নতুন বছরকে করো বরণ।
পুরনো সকল স্মৃতি করে ফেল ইতি,
তোমাকে জানাই নতুন সনের প্রীতি।
হৃদয় আসুক বসন্ত,
তুষ্টি হোক অনন্ত।
স্মরণ হোক জীবন্ত,
নতুন সালের উল্লাস হোক অফুরন্ত।
ইচ্ছেগুলো সাজাও রঙের মেলায়,
নীর ভাষাও রঙিন ভেলায়।
ফিরে চলো মৃত্তিকার টানে,
নতুন তানে নতুন গানে।
নতুন বাসনা জাগাও প্রাণে,
খুঁজতে হবে বাঁচার মানে।