স্রষ্টা তুমি সৃষ্টি করিয়া মানব, ভালোবেসে দিয়েছো প্রাণ,
মাটি থেকে সৃষ্টি করে সর্বশ্রেষ্ঠ করেছো তার মান।
মৃত্তিকা হতে তৈরি সকলে মৃত্তিকাতেই মরণ,
সেই মাটি দিয়েই কর সকল প্রাণের পুষ্টি সাধন।
সুখে-দুঃখে মনুষ্য মাঝে তোমার সুনাম করি অবিরাম,
তোমার চাহনি মানবের মাঝে কেন হবে বিধি বাম।
হে মহান বিধাতা তোমার এ ভুবনে আমি এক অসহায়,
তুমি অন্তর্যামী আমার প্রতি হও একটু সহায়।
আমার সকল অব্যক্ত কথা অন্তরের গভীরে রয়ে যায়,
তোমায় ছাড়া এ ধরাধামে বলার নাই কোন উপায়।
জীবের সৃষ্টি করে জীবে মাঝে বিলিয়েছো তোমার প্রেম,
জীবের প্রেমে সারা দিয়ে, দিয়েছো জনের প্রেমের দাম।
তোমার দেয়া এমন বজ্রবানে ছিড়ে যায় যেন পরাণ,
কাষ্ঠ মুখো কাঁপিয়া কাঁপিয়া তবু যবে তোমার নাম।
তোমারি দেয়া আমারি জগতে নবীন ধরাধাম,
বাঁচিয়ে রেখেছো ভালবাসা দিয়ে র'ল লক্ষ-কুটি প্রণাম।
চাইনা পরিচয় আমার প্রতি হওগো সদয়,
আমি বাঁচিব কি করে রক্ষা কর হে প্রভু আমায়।
ইহকাল-পরকাল সবই তোমার করনা নিদারুন অপমান।
শ্বাস নেয়ার স্বাধীনতা দিয়েছো থাকুক জ্বালা জ্বলমান।
লাখো-কুটি শুকরিয়া আল্লাহ্ তুমি মহান,
শ্রদ্ধা-ভক্তি সুন্দর হৃদয় করি তোমার গুনগান।
মনে আমার বাসনা যত শত শত চাওয়া-পাওয়া,
সকল চাওয়া পূরণ কর সৃষ্টিকর্তা সবই তোমার দয়া।
ভূ-মন্ডলে আমার অজানা পাপের চাই মার্জনা,
এটাই মনের বাসনা পরপারে পাই যেন তোমার দেখা।