ঘুরো যদি দুনিয়ার পিছে,
জীবন ব্যর্থ হবে, জেনে রেখ সবে।
ঈমান-আমল সঙ্গে না নিলে,
মৃত্যুর পরে হবে, সব মিছে।
ভালবাসায় গড়ে তুলে স্বপ্নের স্বাদ,
বিলীন হয়ে যাবে যত আহলাদ।
মিথ্যে সময় কাটিয়ে দুনিয়ার পিছে,
প্রমাণিত হয়ে যাবে সবকিছু মিছে।
হয়ে ক্ষণিকের কামনা-বাসনার সাথী,
স্বার্থ-লালসায় বিলাসে রই সবে মাতি।
শুধু নিয়মের নীতিতে বাঁধি সংসার,
নয়তো সবাই ধরণীতে একাকার।
তবু থাকে দায়ভার আছে শত দায়,
না বলার থাকে না কোন উপায়।
টাকা-কড়ি, সোনা-দানা, বাড়ি আর গাড়ি,
ফেলে সব চলে যাবে অচিন বাড়ি।
কাজে কিছু আসবে না মাটির নিচে,
পূন্যের কাজ না করিলে যাবে তখন ফেঁসে।
ক্ষণিকের জীবন নিয়ে পৃথিবীতে আসা,
মিথ্যে দুনিয়ার মোহ-মায়া মিথ্যে হতাশা।
সেই দিনের কথা ভাবো, অনন্ত জীবন,
যেদিন কেউ কারো, হবেনা’ক আপন।
চিনবেনা মা-বাবা,ভাই-বোন,আত্মীয় স্বজন,
স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে, বন্ধু-বান্ধব পরিজন।
সেই দিনের পূঁজি করো,শোন এ সত্য বাণী,
দ্বীনের তরে দুনিয়া মাঝে,জান করো কুরবানি।।