মরণ যে দিন এসে দাঁড়াবে আমার দুয়ারেতে,
পারবে না কেউ তাহাকে ফিরিয়ে দিতে।
আমার জন্যে থাকবে না রিজিক ইহলোকে,
থাকতে হবে অনন্তকাল মাটি তোর বুকে।
মরণের পর হে মাটি তোর বুকে,
নিয়তির লেখায় আসবো আমি লাশ হয়ে।
বলবে না কেউ আমায় মানুষ,
আত্মীয় স্বজন আমায় দেখে হবে বেহুঁশ।
পড়ে থাকবে নিথর দেহটি মাটিতে,
কবরে নামানোর জন্য তুলবে আমায় খাটিতে।
হে মাটি ভালোবেসে একটু যায়গা করে দিস
তোর বুকে আমায় আপন করে নিস।
এই দু'দিনের নিষ্ঠুর অন্ধকার ভূতল থেকে,
আসবো তোর বুকে মহান সৃষ্টিকর্তার রহমতে।
থাকবো আমি তোর কাছে, অন্ধকার কবরে একা,
তুই আমায় বলে দে না পাব কি জান্নাতের দেখা!
মাটির দেহ মাটির সাথে যাবে মিশিয়া,
মহান আল্লাহ'র নির্দেশে উঠবো আবার জাগিয়া।
রোজকিয়ামতে পাপ-পুণ্যের হিসাব করিয়া,
জান্নাত-জাহান্নাম দিবে বুঝাইয়া।
করলে পুণ্যের কাজ এই ধরণীতে,
পরকালে স্থায়ীভাবে থাকা যাবে জান্নাতে।