মানুষের সম্মান দিতে বলেছে প্রভু,
মানবের মান কেহ বিনাশ করনা কভু।
সমবয়সীকে সবে ভ্রাতা মানিবে,
ছোটদের প্রতি সদা স্নেহ্ রাখিবে।
বয়সে প্রবীন যদি দেখিবার পাও,
পিতৃ আসনে তাঁরে সদা রেখে দাও।
বিদ্যা-বুদ্ধিতে সেই মান্য পায় সবার,
তুচ্ছ করিলে তোমার হবে অহংকার।
বয়েসেতে বেশী নয়, জ্ঞানী-গুণী যেই,
সকলের কাছে সম্মান পেয়ে থাকে সেই।
আমরা সবাই অবলীলায় নিঃস্ব হব,
পার যদি কবুও সেবিতে মানব।
অতৃপ্ত হৃদয় হয় পূর্ণ আত্মতৃপ্তিতে,
বিচলিত হই যেন মানবের ক্ষতিতে।
করিব নিজেকে বিলিন মানব সম্মানের তরে।
মানবেরে বাসিব ভাল জনম ভরে।
রয়েছে যেই নিহিত মানব সেবাতে,
চিত্ত সুধায় তার দিনে রাতে।
নশ্বর তুমি রবে চির জীবন্ত এ জগতে,
অনাবিল সুখ নিহিত মানব সম্মানেতে।
না করিলে বিলিন নিজেরে মানবহিতে,
অমূল্য জীবন হবে বিলিন তুচ্ছ ধুলিতে।