এগাার মসের ঝঞ্জাল ঠেলে,
সাওম এলো রহমত আর শান্তি নিয়ে।
পড়লে কোরআনমজিদ প্রতিদিন,
সফলতা আনবে পবিত্র মাহে রমজান।
এই মাসে নাজিল যে রাতে মহান আলকুরআন,
হাজার মাসের চেয়ে সে রাত মহামূল্যবান।
মহান কোরআনহাকিম পড় মধুর সুরে,
সুমধুর তাঁনে সবার মন উঠবে যেন দুলে।
ভুলেও একটি রোজা তোমার যেন না হয় ক্বাযা,
তারাবী নামায পড়লে পরিপূর্ণ হবে রোজা।
হতে পারে তোমার জন্য এটাই শেষ মাহে রমজান,
হাসি-তামাশায় ভুলে যেওনা ত্যাগেই হবে মহান।
বছর ঘুরে মোদের দ্বারে এলো মাহে রমজান,
রহমত বরকত মাগফিরাত সবই আল্লাহর দান।
শান্তিময় বার্তা নিয়ে এলো পবিত্র মাহে রমজান,
শৃঙ্খলিত হলো এবার অবাধ্য জিন-শয়তান।
যেন নিস্ফল না হয় কষ্টের উপবাস,
সচেতন থাকি সদা রমজানের পুরোমাস।
বেহেশ্তের দরজাগুলো খুলবে রহমান,
মানবের পবিত্রতা নিয়ে এলো মাহে রমজান।
রমজানেরই পুণ্যে সবাই হতে চাই ধনবান,
আল্লাহ্ তায়ালার দান মোবারক হে মাহে রমজান।
গরীবের হক গুলি করবো ফেতরা-যাকাত,
মন দিয়ে আল্লাহর ইবাদত করবো দিন-রাত।