পৌষের শীত লাগে মোষের গায়,
মাঘের হিম শীতে বাঘ মামাও কাবু হয়।
মাঘ মাসে হাড় কাঁপানো শীতে,
প্রকৃতি যেন নিষ্ঠুর খেয়ালে মাতে।
লাগছে অনেক হাড় কাঁপানো শীত,
ঐ শোনা যায় অতিথি পাখির গীত।
হাড়িতে চড়িয়ে আমায় উনুনে রাখ গো ত্বরায়,
কবির রসবোধযুক্ত প্রবল ইচ্ছা শীতেই প্রকাশ পায়।
এই ঋতুর হিমশীতল আলিঙ্গন থেকে,
শিশু, বয়োবৃদ্ধ মুক্তি দিবে না কাউকে।
মাঘে আমন ধানে ভরে যায় কৃষাণ গোলা,
সোনা মাঠ প্রান্তরে কি আনন্দ দোলা।
শীত কষ্ট ভুলে মুখে ফুটে উঠে হাসি,
ঘরে ঘরে আনন্দ উচ্ছ্বাস রাশি রাশি।
শীতের দিনের যাত্রা-কীর্তন,
সবাই মিলে করি শীতের জয়গান।
এক মাঘে শীত যায় না রবে চির অম্লান,
মাঘের এই শীতল দুপুর না হয় যেন ম্লান।