রোজার শেষ দশ দিনের কোন বেজোড় রাতে,
শবে কদর পাবে খুজে মশগুল থাকবো এবাদতে।
হাজার মাসের চেয়ে সেরা এরাত মহা মূল্যবান,
এ রাতে নাজিল হয়েছিল মহান আল-কূরআন।
লাইলাতুল কদরের এই শুভক্ষণে তুলেছি দু’হাত,
খোদা তুমি কবুল কর আমার মোনাজাত ।
মত্ত থাকি দুনিয়া কাজে যাই ভুলে সব,
তবুও তুমি তোমার পাহারায় রাখ আমায় রব ।
তাওবা পরে ডাকছি তোমায় আমায় দাও নাজাত,
আল্লাহ তুমি কবুল কর এইনা পাপীর হাত ।
তুমি রাহীম তুমি কারীম তুমি দয়াবান,
ক্কলবে আমার মোহর লাগাও আসমানী কুরআন ।
পূণ্যময়ী এইনা রাতে করছি যে ফারিয়াদ,
মনমগজে জপি যেন লা-ইলাহ্ কলেমা ইয়াদ ।
সগীরা-কবীরা গুনাহ আর না করি কভু,
কদর রাতে এইনা চাওয়া কবুল কর প্রভু ।।