উদয় হলো কাকের মেলা
সকাল বিকেল কাকের ডাক,
মাথায় বসে করছে খেলা
মানুষ হচ্ছে হতবাক।
যেমন খুশি নাচবে তারা
উঠোনটা আজ ফাঁকা,
রাত পোহালেই জাগবে সবে
শুনবে কাক ডাকা।
স্বার্থবাজীর ফন্দিফিকির
সকলেই ভালোই বুঝি,
আমজনতা নয়তো বোকা
আমরা সুযোগ খুঁজি।
ত্যাগীরা আজ করুণ দশায়
দিচ্ছে না কেউ দাম,
সুযোগ পেয়ে
অনুপ্রবেশ করছে সকল কাম।
সচেতন আজ ঘুমিয়ে থেকে
কান রেখেছে খোলা,
প্রতিশোধের আগুন না হয়
থাকবে এখন তোলা।
রক্ষক আজ ভক্ষক হলো
ধূসর হলো স্বপ্নগুলো—
রক্তে কেনা স্বাধীনতায়
ঝুলিয়ে দিলো মুলো।
আঁচল তলে থাকছে বোয়াল
ধরছে চুনোপুঁটি,
সুযোগ এলেই এই জনতা
হিসেব নিবে বুঝি।