মানুষের জীবন হয় জন্ম থেকে মৃত্য পর্যন্ত,
শৈশব হতে শুরু হয়ে চলতে থাকে অবিরত।
ধরাধমে বসবাসে মৃত্যুই হয় চূড়ান্ত,
ঈমানী শক্তি থাকলে জীবন হবে অনন্ত।
মানবের কল্যাণে সর্বময় করলে মেহনত,
ভালো কাজের বিনিময়ে পাবে শান্তিময় জান্নাত।
মুসলিম ঘরে জন্মগ্রহণ করে এসেছো এ ভূবনে,
জন্মের পরে নামায বিহীন আযান কানে শুনে।
হে মুসলমান যেদিন তোমরা করিবে মৃত্যবরণ,
আযান ব্যতীত নামাযে যাবে কবরে রাখিও স্মরণ।
আযান-নামাযের সময়টুকু হয় মানুষের জীবন,
হেলায়-খেলায় নষ্ট না করে গড় মজবুত ঈমান।
হে ঈমানদার ব্যক্তি আর কত ঘুমাবে জাগবে নাকি তুমি,
চেয়ে দেখ আজ সারা বিশ্ব যেন ঈমানহীন মরুভূমি।
ধরণীর বুকে ঘটছে কত অন্যায়-অবিচার,
রাহাজানি, খুন, ধর্ষণ অশ্লীল কারবার।
মহান আল্লাহ্ সুন্দরভাবে সৃষ্টি করেছে বিশ্ব জাহান,
বিধাতার নামে যিকির করে পশু পাখি জিন ইনসান।
ইসলামের পথে চলতে মানবের দরকার সীমাহীন জ্ঞান,
সত্য-ন্যায়ের পথে চলতে নাযিল হলো আল-কুরআন।
প্রভুর নামে আযান হয় দৈনিক পাঁচ বার,
ওযূ করে মসজিদে যাই পড়ি ছালাত বার বার।
আল্লাহ তোমার রহম পেয়ে যেন মৃত্যু হয়,
পরকালে অনন্ত জীবন হয় যেন শান্তিময়।