ঊনত্রিশ রোজার পরে ঈদের চাঁদ সবে খুঁজে,
সরু চাঁদের দেখা মেলে আনন্দ হয় সবার মনে।
যে দেখে সেজন ধন্য মনে অন্যকে দেখাতে হবে,
কত মানুষ এমন আছে চাঁদ দেখিতে ইচ্ছা করে।
সরু চাঁদ আকাশ কোনে দেখিবেনা চোখের দোষে,
গোধূলির সাথে সাথে সেই সরু চাঁদ যায় ডুবে।
রাত পোহালে ঈদ, তাড়াও চোখের নিঁদ,
খুশির ছটা বুকে নিয়ে, দূর করে দাও জিদ।
আজকে বাসো ভালো তাড়াও মনের কালো,
মিষ্টি চাঁদের হাসি দেখে হৃদয় করো আলো।
নিজেকে নিজে গড়ো বিশ্বটাকে পড়ো,
ঈদের খুশির খুশবু মেখে হৃদয় করো বড়ো।
পথে ঘাটে মাঝে মাঝে আলিঙ্গন হয় সবার সাথে,
কর মর্দ্দন সবের সাথে হিংসা দ্বেষ নাহি থাকে।
ধনী-দরিদ্র রাজা-প্রজা দাড়াইবে এক সারিতে,
কাঁদে কাঁদে কাঁদ মিলিয়ে নামাজ পড়ে সবে মিলে।
হাত তুলি প্রভুর কাছে ক্ষমা চাই তাঁর দ্বারে,
ঈদের প্রীতি-স্মৃতি চিরকাল যেন চলিতে থাকে।