ঈদ মানে সকলের মনে খুশি আর আনন্দ,
ঈদের দিনে সবার হৃদয় হাসি খুশির ছন্দ।
সারা জাহানের মুসলিম ভাইয়ের তরে,
ঈদ বইছে খুশির বার্তা সকলেরই ঘরে।
রোজা শেষে ঈদ এলো একটি বছর পর,
হাসি খুশি সবে মিলে থাকবো জীবন ভর।
ভালো মন্দ হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে,
হাতের উপর হাত রেখে চলবো একই তালে।
ঈদ মানে নয় ঈদের দিনে থাকবো একাই সুখী,
ঈদ মানে সবাই সমান হোক সে গরীর দুঃখী।
ঈদ মানে নয় শুধু আনন্দ উৎসব খেলা ধুলা,
ঈদ মানে গরীব ধনির পুনর্মিলনী মহা মেলা।
ঈদের খুশিতে আনন্দ পায় না আমার মন,
চারপাশে দেখি বঞ্চিত অনেক জনগণ।
গৃহহারা অসহায় মানুষের করুণ হাহাকার,
কেড়ে নিলে মোর হৃদয়ের খুশির জোয়ার।
প্রতিবেশীর জুটেনি নয়া কাপড় মুখে নাই হাসি,
কেমনে পাব আনন্দ কেমনে সুখ সাগরে ভাসি!
বঞ্চিত সব মানুষগুলো ঘুরছে যারা পথে পথে,
ঈদ আনন্দ করবো বিলীন মোরা তাদের সাথে।
অবহেলার মানুষগুলো খুঁজবো যেথায় থাকে,
ঈদ আনন্দের হাসি ফুটিয়ে তুলবো তাদের মুখে।
নিপাত যাক পশুত্ব ভাব ঘুচুক সবার অভাব,
জেগে উঠুক সবার অন্তরে মনুষ্যত্বের স্বভাব।।