অমাবস্যার প্রতিপদে চাঁদ থাকিবে অন্তরালে,
দ্বিতীয়ার আগমনে চাঁদ জাগিল গগন কোনে।
দৈনন্দিন চাঁদের গতি পূর্ব দিকে ছুটে চলা,
অষ্টমীর সন্ধ্যা বেলা মাথার উর্দ্ধে চাঁদের খেলা।
শুক্ল পক্ষের শেষ তিথিতে গোধূলিতে ছুটে আলো,
পূর্ণিমায় জ্যোৎস্না আলো সাবার হৃদয় লাগে ভালো।
কৃষ্ণ পক্ষ এলো-মেলো আস্তে আস্তে চাঁদের ক্ষয়,
অমানিশিতে চাঁদের আলো আর নাহি দেখা যায়।
চাঁদ তুমি দূরে থাক দূরেই তোমায় লাগে ভালো,
পূর্ণিমার রাতে ছড়িয়ে দাও তোমার রূপের আলো।
চাঁদ তুমি দূরে থাক লক্ষ মাইল দূরে,
তোমায় আমি ভালবাসি হৃদয় উজাড় করে।
রাত দুপুরে চাঁদের আলো যেন আলোর মেলা,
চাঁদের রূপে মুগ্ধ সবে দেখি চাঁদের খেলা।