ছোট্ট হাসু থেকে শেখ হাসিনা যার নাম,
বিশ্ব নেতাদের মধ্যে দশতম তাঁর স্থান।
রাষ্ট্র পরিচালনায় তিনি হলেন একমাত্র সৎ,
সারা বিশ্বের কাছে বঙ্গকন্যা হয়েছেন মহৎ।
জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্নবাহু তাঁর,
সারাদেশে বইছে উন্নয়নের জোয়ার।
মুজিব কন্যার উন্নয়নের পরশ পেয়ে,
জনগণের মাথাপিছু আয় গেছে বেড়ে।
বিশ্বনেত্রী বাংলার মানুষের ভালোবাসায় সিক্ত,
প্রিয়নেত্রী এগিয়ে চলেছেন অকুতোভয় দৃঢ়চিত্ত্ব।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী যিনি,
গণতন্ত্র প্রতিষ্ঠায় জীবনবাজী রেখেছেন তিনি।
যোগ্য পিতার যোগ্য সন্তান কাজ করে যাচ্ছেন মানুষের কল্যাণে,
দুর্নীতি-অন্যায়ের সাথে আপোষ করেননি কারোসনে।
একুশ আগস্ট সন্ত্রাসীরা তাঁর উপর করেছে তান্ডব,
পারেনি কোন ক্ষতি করতে পালিয়েছে সকল নির্বোধ।
মধ্যম আয়ের দেশে উন্নীত করার চিন্তাই আজ বাস্তবতা,
অসহায়কে পুনর্বাসন দিয়ে দেখিয়েছেন মানবতা।
সততা-নিষ্ঠাবান হয় পরিবর্তন করেছেন জনগণের ভাগ্য,
মাদার অব হিউম্যানিটি ভূষিত তিনিই হলেন যোগ্য।
আইনের শাসন প্রতিষ্ঠায় করেননি কখনো মাথানত,
সুশিক্ষায় শিক্ষিত তাই ডিগ্রিলাভ করেছেন অবিরত।
প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে দেখিয়েছেন রাজনৈতিক দুরদর্শিতা,
উন্নয়নের বর্ণনা শেষ হবে না লিখলে শত শত কবিতা।
দুর্নীতি আর অপকর্মে ছাড় দেননি কাউকে,
আইনের কাঠগড়ায় দাড় করিয়েছেন অপরাধীকে।
মানুষেরর জন্য কাজ করে যাচ্ছেন কর্মীদের নিয়ে,
অনেক ফাইলে কাজ করতে হয় দিনে-রাতে।
অসহায় জনগণের চিন্তাই করেন সারাক্ষণ,
খাওয়া দাওয়া আর বিশ্রামের সময় থাকে কিছুক্ষণ।
তৃণমূলের সকল নেতাকর্মীর নাম জানেন অনায়াসে,
জননেত্রী এক ধরনের গৌরব ছড়িয়েছে সারাদেশে।
যাকে নিয়ে এত চর্চা কারো সাথে তাঁর হয় না তুলনা,
তিনি হলেন মানবতার নেত্রী বঙ্গকন্যা শেখ হাসিনা।