খাঁটি বিচার বেশি কঠিন,
ন্যায় বিচার হয় পক্ষপাতহীন।
ঘটনা স্থানে যে ছিল না সেও আসামী হয়,
সবকিছু ভেবে বিচারক কি করে দেয় রায়।
প্রমাণাদি যথাযথ যাচাই বাচাই করে,
তাহার উপর ভিত্তি করে রায় দিয়ে থাকে।
যেসব ঘটনা সত্য বলে বিচারকের কাছে হয় প্রমাণ,
সুষ্ঠু বিচার হয় না কখনো রাজনৈতিক কারন।
ন্যায় বিচার প্রতিষ্ঠা গণঅধিকার,
সুস্থ্য রাজনীতি চর্চা অধিক দরকার।
বিচার বিচার বলছি সবে বিচার হয় কোথা,
মিথ্যার আশ্রয় নিয়ে সবাই দিতে আছে ধোকা।
জন্ম হলো কখন কোথায় সেটা বড় নয়,
কর্ম এখন কোথা নিয়ে যায় সে-ই পরিচয়।
ধ্যানে-জ্ঞানে ধর্মে-কর্মে কর মানুষের কল্যান,
ন্যায় বিচারে জাত-পাত শ্রণি-বর্ণে হও মহিয়ান।