বিধির বিধান যত, সুন্দর হয়েছে কত,
জিন-ইনসানসহ মহান আল্লাহ্'র সৃষ্টি শত শত।
রবি শশী তারকাগুলি, আকাশেতে করে ছুটাছুটি,
যার যে সময় থাকে সূচী, তখন উঠিবে ফুটি।
আলো-আধাঁর দিবা-রাতি সদা চলে তার গতি,
বাড়ে কমে যথারীতি হয় না কাহারো ক্ষতি।
শীত-গ্রীস্ম ঋতু মাঝে ঋতুরাজ বসন্ত সাজে,
কুয়াশায় কুয়াটিকা দোলে, রবিশস্য ভিজিয়ে ফেলে।
কুয়াশার মায়া নেমে আসে, পুরো পৃথিবী জুড়ে,
আধোছায়া যেন সমস্ত পৃথিবীকে গ্রাস করে।
বসন্ত এলে ফলন ধরে, গ্রীস্মে পাকায় তারে,
বিধাতার সবই সৃষ্টি হয় মানুষের কল্যাণে।
বর্ষায় ঝড়ায় বৃষ্টি অশেষ ইশ্বরের সৃষ্টি,
কৃষকের শ্রমের কৃষি শরতে শ্যামল দৃষ্টি।
হেমন্তে হরিত দোলে শস্য খেত পাকায়ে তোলে,
পাকা ফসল দেখে আনন্দে কৃষক গর্ব করে।
নিষ্ঠুর যারা ভাঙে এই বিধাতার বিধান,
ঝামেলায় আছে তারা হাতে নিয়ে নিধান।
ইহকাল-পরকাল সকাল আর বিকাল,
এ ক্ষুদ্র জীবনে যন্ত্রণাময় হবেই হাল।
শাস্তি তারা পাবেই সে কথা সবাই জানি,
সময় থাকিতে অসীম শক্তিধর স্রষ্টা মানি।
বিধির বিধান মানতে কেউ যদি কয় পাগল,
ইশ্বর সয়ং মাথার পর বুকে হাত রেখে সত্য বল।