জল্পনা-কল্পনা অসুস্থ্য দেহধারী,
চিকিৎসার জন্য অপেক্ষা করি।
সু-চিকিৎসা নেই নিজ দেশে,
চিকিৎসার জন্য চলে আসলাম বিদেশে।
বাসা বেধেছে আজি অন্তরালে জীর্ণতা,
আমাকে করেছে পরাজিত এ অসুস্থতা।
অসুস্থ্য দেহখানির নেই কোন মূল্য,
সমস্ত পৃথিবীটা আজ অন্তঃসারশূন্য।
শূণ্যতা তুৃমি আলিঙ্গন করেছো এ অন্তরকে,
তোমার পেয়ালা আজি প্রস্ফুটিত যেন এ বুকে।
আজি এ দেহখানি হলো ভীষ্মের শরশয্যায়,
যেতে হয় আমাকে বিরক্তিকর বিভিন্ন শয্যায়।
জীর্ণতা আজি আমাকে নিয়ে খেলায় মত্ত,
অসুস্থতা মধ্যেও কতিপয় পরীক্ষা-নিরীক্ষায় ব্যস্ত।
যে খেলায় পরাজিত আমি জানি সবই হবে মিথ্যে,
মৃত্যুই হবে একমাত্র পরাজয় এটাই চির সত্য।
আজি এ মনটা পেতে চায় একটুখানি শুশ্রূষা,
অসুস্থ্য না হলে বুঝা যায় না সুস্থতার মর্মতা।
মনে ভাসছে আজি মায়ের মলিন মুখখানা,
দোয়া কর মা তুমি মোরে, তোমার দোয়ার নেই তুলনা।
অসুস্থতা আমাকে দিয়েছে অবিমিশ্র এ ব্যাকুলতা,
তাই লিখতে পারছি না কোন কবিতা।
কবিতা নামের আমার লেখা এ লাইনগুলো,
এলোমেলো হয়ে যায় সকল ভাবনাগুলো।
সুস্থ্য থাকা আমাদের বিধাতার অসীম রহমত,
সুস্থতা পাওয়া প্রতিটি মানুষের অশেষ নেয়ামত।
সৃষ্টি কর্তার রহমতে তাঁর কাছে আমরা চির কৃতজ্ঞ,
সৃষ্টির সেরা মানব তাঁর শ্রেষ্ঠত্ব স্বীকার সবার কর্তব্য।
রচনার সময় ও স্থান ঃ ২৭/০২/২০১৮, ভেলোর, তামিলনাডু, ইন্ডিয়া।