এত মায়া দিতে পারে
আমাদের অপূর্ব গ্রাম,
ভেবে ভেবে আঁখি ঝরে
ভালোবাসি গ্রামকে অবিরাম।
গ্রাম বাংলা এখন বিদ্যুতায়িত
চারিদিক অপরূপ সাজে সজ্জিত,
অজপাড়া আজ আর নয় ঘৃণিত
গ্রাম এখন শহরের ন্যায় উন্নত।
মুক্ত বাতাস কোথায় পাবো
তোমার কাছে এলে পাই,
গ্রামের বুকে মাথা রেখে
সারাজীবন কাটাতে চাই।
ছোট ছোট গাছপালা
সবুজে ঢাকা গ্রামের ঐ প্রান্তর
দূর হতে দেখা যায়
দেখলে ভরে অন্তর।
সহজ সরল পল্লী জীবন
আছে দুঃখ কষ্ট,
তবুও মোদের মুখের হাসি
আজও হয়নি নষ্ট।।