মানুষ জন্ম দিয়ে বিধাতা পাঠাইলে দুনিয়ায়,
সেই মানুষ যেন আবার তাঁর নিকট অপরাধী হয়।
দু'দিনের এই পৃথিবীটা বড় আজব ঠিকানা,
কেউ বিচারক কেউ আসামি চমৎকার এক জেলখানা।
কিসের বাড়ি কিসের ঘর কেউ কারো নই আপন,
এই দুনিয়ার জেলখানায় কেউ বুঝে না কারো মন।
উপরে এক মহাজন কলম হাতে বসে আছেন নিরালায়,
যার কপালে যেটুকু লিখেন তার অধিক পাবার নয়।
কখন যে কে খালাস পাবে কারো বোঝার সাধ্য নাই,
দিবা নিশি দমে দমে সর্বদা তারই দয়া চায় সবাই।
জেল দারোগা বড়ই কড়া থাকেন সদা পাহারায়,
মালিকের না হুকুম দিলে পাবে না ছাড়া এই ধরায়।
দুনিয়া আজব জেলখানা নিজেকেই নিজে চিনি না,
কেউ কারো নয় এ সংসারে পরকে চেনার মিছে বাহানা।।