প্রথম দেখার প্রথম নেশা,
জলসে যাওয়া নয়নে পায় না খুঁজে দিশা।
ঝিম ধরেছে মাথায়,
হেতা পরিপূর্ণ রয়েছে মায়ায়।
ডাকিতেছে যেন ইশারায়,
যখনি আমি তাকে দেখলাম এখানটায়।
উতলে উঠলো মরমের গহন তল,
নিমিষেই প্রাণ হলো চঞ্চল।
অন্তরের ভিতরে করলো আলোড়ন,
জাগ্রত হলো সমগ্র মন।
চপলার আগমনে সাদা সারা আসমান,
নয়ন গভীরে ভাসে আবেগী সাম্পান।
মেঘের ফাঁকে তার নিত্য আলোর খেলা,
সাজিয়ে রাখে নতুন মেলা।
চাঁদ দুলছে কিসের ঘোরে,
জোছনাকুমারী টলছে নেশায় পড়ে।
চাঁদ তার জোছনা হারায়,
মেঘের নেশায় চাঁদ ঘুমায়।
ভালবাসা পড়ে রয়েছে মিথ্যে ঘুর্নিতে,
আমি নাবিক ঘুরছি দিগ-দিগন্তে।
নেশায় পড়ে আমি যেন তার হয়ে যাই,
মেতে রাখছিস কানামাছি খেলায়।
সাজায় জীবন অজানা সুখের আশাতে,
পুরোপুরি যেন তার হই, অজানা এক নেশাতে।