ভ্রান্ত মুহূর্ত
মহঃ সানারুল মোমিন
২১/০৩-২০২৩
নগর, মুর্শিদাবাদ
মৃত সমুদ্র তীরে অতীতে হারিয়ে যাওয়া
কিছু সুখের ঢেউ খুঁজি -
জীবনের অবসরে সুখের সন্ধানে।
মৃত রাত্রিরা আসে একটু জোনাকি আলোয় ছোটবেলার চন্দ্রের পরশে ক্লান্তির অবসাদে।
শত শতাব্দীর লুকানো চাঁদ এই সেদিন এসেছিল গভীর রাতের অন্ধকারে।
শিশিরের বিন্দু বিন্দু জলে স্নান সেরে বৃদ্ধ ভোরের আঙিনায়।
তন্দ্রালু চোখে চেয়ে দেখি দখিনা জানালায় মাকড়সার জালে পতঙ্গের মত আবদ্ধ।
মনে হয় জোনাকিরা ভালোবেসে আলো জ্বেলে অসহায়।
আমি বিভ্রান্ত-
একি এক ভ্রান্ত মুহূর্ত?