আমি রাঙা ফাগুনের
        রক্ত রাঙা পলাশ শিমূল হব ৷
আম্র মুকুলের গন্ধ ছুয়েঁ,
         কূজন,ভ্রমরার সুরে অমর রব ৷

ফাগুনের পথটি হেঁটে হেঁটে,
পাখিদের সুরটি ঘেটে ঘেটে,
         মৌমাছির মধূ,অমৃত বৃষ্টি ছুঁবো।
আমি কাজল সুরে,
          পাতা ঝরার নূপুর পড়ে-সুর ছড়াবো।

আমি চারণ গানে,মাটির প্রাণে।
         মেঠো সুরের কলতানে,
বাংলা ভাষায়,মনের আশায়।
        কবিতার সুরে সুরে,মন হারাবো।

এলোমেলো ছন্দ নিয়ে,
           জারুল বনে সুমধূর গন্ধ নিয়ে।
নীল আকাশে,২১শের রঙ ছড়াবো ।

মাতৃ ভাষায়,প্রাণের আশায়।  
          ফাগুনের সঙ্গে যাব,
          চেনা পথে,পথ হারাবো---
নীল আকাশে, ফাগুনের রঙ ছড়াবো ।

---------------------------------------