ডানা মেলে উড়ে যাবো,
প্রজাপতির বেশে।
ঐ রামধনুর দেশে।

শিশির কণা হয়ে রবো,
প্রভাতের ঘাসে।
ঐ অঘ্রাণের মাসে।

অজানা সুরে রয়ে যাবো,
অজানা পাখির গানে।
দোয়েলের কলতানে।

মিশে যাবো অজানা দেশে,
রবো নির্মল নিশ্বাসে।
না হয় সত্য বিশ্বাসে

রবো শিশির ভেজা রাতে,
তারাদের সাথে।
নতুবা পল্লীর পথে।

থাকবো শিউলীর দলে,
অশ্রু কাজল জলে।
না হয় অমৃত ফলে।

মনের সাধ মনের রবে,
ডাকে মাটির কণা।
সে তো আরামের বিছানা।