খুশি আমরা অল্পতে
মহঃ সানারুল মোমিন
আমরা খুশি বেশিতে নয়,
সামান্য কিছু অল্পতে।
বাসি পচা মিছে গল্পতে?
পৃথিবীর জন্ম থেকে,
সকালে বিকালে দিনে রাতে-
খুঁজেছি এক টুকরো রুটি-কিছু ভাত।
পৃথিবীর সৃষ্টিতে ক্ষত বিক্ষত দুই হাত।
আমরা খুশি বেশিতে নয়,
সামান্য কিছু লবণে।
কৃত্রিম সৃষ্টির প্লাবনে?
পৃথিবীর জন্ম থেকে,
সকালে বিকালে দিনে রাতে-
রেখেছি ফেলে দেওয়া বাসি পান্তা ভাত।
সমাজের সৃষ্টিতে ক্ষত বিক্ষত দুই হাত।
আমরা খুশি বেশিতে নয়,
সামান্য কিছু অল্পতে।
কবিতা সুরের গল্পতে-
যদি পাই জ্যোৎস্না ভেজা চাঁদনী রাত-
পেঠের হিসাব মিটিয়ে নেবো,খুঁজবো দুঃখের সাথ।
খুদা মিটাই পান্তা জলে-
বনে বাদাড়ের জংলা ফলে।
দুঃখে মেটাই সারা জীবনের স্বাদ,
শেষের দিনে বাড়িয়ে দিও হাত।